মানববন্ধন ঘিরে বিএনপির শতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির পূর্বঘোষিত কর্মসূচি মানববন্ধনকে ঘিরে শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকা, কদম ফোয়ারা, শিল্পকলা মোড় ও বিজয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিএনপি নেতাকর্মীদের আটকের কথা স্বীকার করলেও বিস্তারিত জানতে ডিএমপি মিডিয়া সেন্টারে যোগাযোগের কথা বলেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের অভিযোগ, বিএনপির শতাধিক নেতাকর্মীকে বিনা কারণে আটক করেছে পুলিশ। মানববন্ধন শেষে ফেরার পথে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

তিনি বলেন, ‘আমি শেষ যেটুকু খবর পেয়েছি তাতে এখন পর্যন্ত রমনা থানায় আটক আছেন ৬০ জনের অধিক নেতাকর্মী। এছাড়া শাহবাগ থানায় আটক আছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি শরিফ হোসেনসহ ৫০ জনেরও বেশি নেতাকর্মী।’

শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, ৬০ জন শাহবাগ থানায় আটক রয়েছে। এদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাকিদের ছেড়ে দেয়া হবে।

এদিকে শাহবাগ থানার সামনে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি শরিফ হোসেনের মেয়ে শর্মী কেয়া বলেন, ‘আজ আমার বাবার হাইকোর্টে হাজিরা ছিল। তিনি আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আমার বাবা সব মামলায় জামিনে আছেন।’

উল্লেখ্য, সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচি শুরু হয়। একই দাবিতে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (১২ সেপ্টেম্বর) দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

জেইউ/কেএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।