নির্বাচনকালীন সরকারে থাকতে চান এরশাদ

আমানউল্লাহ আমান
আমানউল্লাহ আমান আমানউল্লাহ আমান , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত হতে যাওয়া নির্বাচনকালীন সরকারে থাকার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দিনগত রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শেষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিজ কার্যালয়ে চায়ের দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে চায়ের দাওয়াতে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেন সরকারের শীর্ষ এই দুই নেতা।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকার, নির্বাচনী জোট, নির্বাচন পরবর্তী সরকার গঠন সম্পর্কে আলোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দীন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।

এইউএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।