রেলের পর এবার নৌ-সড়কে আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা
উত্তরবঙ্গে রেলে চড়ে নির্বাচনী গণসংযোগের পর এবার আসছে নৌ ও সড়ক পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ‘নীলসাগর এক্সপ্রেস’ট্রেনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী গণসংযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এ গণসংযোগ শেষের পর ওবায়দুল কাদের জানান, ১৩ সেপ্টেম্বর নৌপথে বরিশাল বিভাগে গণসংযোগ যাবে আওয়ামী লীগ নেতারা।
জানা গেছে, বরিশালের পর সড়ক পথে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ এবং কিশোরগঞ্জে গণসংযোগের কথা রয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে।
এসব গণসংযোগ কর্মসূচিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিএনপির নেতিবাচক দিকগুলো তুলে ধরছে আওয়ামী লীগ। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীকে ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে।
এইউএ/এএইচ/পিআর