শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বেই জাতীয় নির্বাচন : পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবে, সেখানে বাধা নাই।’

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদে জাম্বুরি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোশাররফ বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন হবে। আশা করছি, সে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কাজ করেছি আগামীতে আবার নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। দোয়া করেন, যাতে করে নৌকার বিজয় হয়। ’

পূর্তমন্ত্রী বলেন, ‘ঢাকাতে উন্নয়ন হয়েছে, চট্টগ্রামে উন্নয়ন হবে। মনসুরাবাদে আমরা ২০ তলা ভবন করবো। সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা চট্টগ্রামে আসবেন, তাদের শতভাগ আবাসনের ব্যবস্থা করবো। আর জাম্বুরি পার্কের পাশ্ববর্তী যেইটা আছে (আগ্রাবাদ শিশু পার্ক) সেটির মামলা চলছে। মামলা যখন শেষ হবে, ২ দিনের মধ্যে সেটি পরিষ্কার হয়ে যাবে।

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আরও একটি পার্ক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘বায়েজিদে আরও একটি পার্ক হচ্ছে। সেটি অক্টোবরের মধ্যে করতে পারবো। চট্টগ্রামে আরও কয়েকটি পার্ক করবো। যেখানে থাকবে খেলার মাঠ। প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন বলেই তো জাম্বুরি পার্ক করতে পেরেছি। পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। এটি আমার দাবি এবং এটি আমি চাই। এটি পরিষ্কার রাখতে পারলে, চট্টগ্রামে আরও অনেক পার্ক হবে।’

এ সময় মন্ত্রী চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩৩টি বাড়ির মালিকানা আদালতের আদেশে ফিরে পাওয়ার পর সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন করে বাসভবন নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণপূর্ত অধিদফতরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেম উদ্দিন আহমদ।

আবু আজাদ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।