‘মান্না কান্না ক‌রে অা‌ওয়ামী লী‌গের প‌রিণতির কথা ভে‌বে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

‘মান্না কান্না ক‌রে অাগামী‌তে অাওয়ামী লী‌গের প‌রিণতির কথা ভে‌বে এবং অাওয়ামী লী‌গের মন্ত্রী‌দের শঙ্কার কথা ভে‌বে। প্রধানমন্ত্রী শুধু অামার কান্নার কথা শুন‌তে পান। তার মন্ত্রীরা যে কান্না কর‌ছে সেটা শুন‌তে পা‌রেন না?’

বুধবার জাতীয় প্রেসক্লা‌বের মিলনায়ত‌নে ‘ই‌ভিএম বর্জন: জাতীয় নির্বাচন ও রাজ‌নৈ‌তিক জোট’ শীর্ষক অা‌লোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্ত‌ব্যের জবা‌বে এ কথা ব‌লেন নাগ‌রিক ঐ‌ক্যের অাহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না ব‌লেন, ‘অাওয়ামী লী‌গের একজন মন্ত্রী, অামার নেতা ও বন্ধু যখন ব‌লেন, অাগামী‌তে অাওয়ামী লীগ ক্ষমতায় না গে‌লে অাওয়ামী লী‌গের এক লাখ নেতাকর্মীর প্রাণ যা‌বে। এ অশঙ্কা কেন কর‌ছেন? কী অন্যায় অাপনারা ক‌রে‌ছেন, যে কার‌ণে অাপনা‌দের এই শঙ্কা?’

মান্না ব‌লেন, ‘দশ বছর ধ‌রে ক্ষমতায় থে‌কে শুধু লুটপাট কর‌লেন। ইট, বা‌লি, সি‌মেন্ট, ছাই, গাছপালা, জঙ্গল সব খে‌য়ে‌ছেন। এস‌বের কার‌ণেই কি এমন শঙ্কা? অাপনা‌দের এই শঙ্কা দে‌খে এবং বাংলার মানু‌ষের দুরবস্থা দে‌খে অামার কান্না অা‌সে।’

তি‌নি ব‌লেন, ‘অা‌মি প্রধানমন্ত্রী‌কে দে‌খে কা‌ঁদি, অাওয়ামী লীগ‌কে দে‌খে কা‌ঁদি অাবার দে‌শের জনগ‌ণের জন্যও কা‌ঁদি। অাওয়ামী লীগ বুঝ‌তে পে‌রে‌ছে সে‌রের ওপর সোয়া‌সের অা‌ছে। তখন অাওয়ামী লীগ কী কর‌বে? ই‌ভিএমের জন্য তিন হাজার ৮১৫ কো‌টি টাকার হি‌সাব দি‌তে হ‌বে।’

নাগ‌রিক ঐ‌ক্যের অাহ্বায়ক ব‌লেন, ‘প্রধানমন্ত্রী অামা‌কে লিখ‌তে ব‌লেন, বঙ্গবন্ধু, ছয় দফা, ৭১ নি‌য়ে লেখা যায়। কিন্তু এখন যা ঘট‌ছে তা নি‌য়ে লিখ‌লে তো তুলকালাম হ‌য়ে যা‌বে। সময় হ‌লে এখনকার ঘটনা নি‌য়েও লিখ‌বো।’

সভায় মান্নার সভাপ‌তি‌ত্বে অা‌লোচনা সভায় অা‌রও বক্তব্য রা‌খেন জাসদের (রব) সভাপ‌তি অা স ম অাব্দুর রব, কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান মেজর জেনালের (অব.) ইব্রা‌হিম, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা অ্যাড‌ভো‌কেট ফজলুর রহমান, অধ্যাপক অা‌সিফ নজরুল, প্র‌ফেসর দিলারা চৌধুরী প্রমুখ।

এফএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।