রাজশাহীতে দুই যুবকের আত্মহত্যা


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১০ আগস্ট ২০১৫

রাজশাহীর মহানগরী ও তানোরে গলায় ফাঁস দিয়ে দুই যুবক আত্মহত্যা করেছেন। সোমবার নগরীর শাহ মখদুম থানার বায়া বিরস্থইল ও তানোরের হরিদেবপুর এলাকায় এ পৃথক দুটি ঘটনা ঘটে।

বিকেলে শাহ মখদুম থানার বায়া বিরস্থইল এলাকার যুবক রনি (২৬) একটি আম বাগানে গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত রনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শাহ মখদুম থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শাহ মখদুম থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ জানান, রনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তার পরিবারে অশান্তি চলছিল। মাদকের টাকা চেয়ে না পেয়ে বাড়ির পাশের আম বাগানে গলায় ফাঁস দেন তিনি।

অন্যদিকে, তানোরে গলায় ফাঁস দিয়ে স্বপন কুমার (২৫) নামের অপর এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার হরিদেবপুর এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বপন কুমার গপিনাথের ছেলে। তিনি রাজশাহী কলেজের সম্মান শ্রেণির ছাত্র ছিলেন।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। এছাড়া পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।