কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক
ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে সোয়া ৪টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
সূত্র জানায়, বৈঠকে ইইউ রাষ্ট্রদূত, সুইজারল্যান্ড, পাকিস্তান, কানাডা, স্পেন, ফিলিস্তিন, জাপান, নরওয়ে, মিয়ানমার, অামেরিকা, ভারত, চায়না, রাশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তুর্কি, ইংল্যান্ডের প্রতিনিধি অংশ নেন।
এছাড়াও বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা,তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সন্ধ্যা ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কেএইচ/জেএইচ/আরআইপি