বাদ পড়া টাইগারদের নিয়ে পনি ক্যাম্প
কোচ সারোয়ার ইমরানের তত্ত্বাবধানে সম্প্রতি সময়ে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে মিরপুর স্টেডিয়ামে চলছে `প্লেয়ারস অব ন্যাশনাল ইন্টারেস্ট-পনি` ক্যাম্প। আর এ ক্যাম্পে অংশ নিচ্ছেন আলআমিন, শফিউল, শিপলু, মিথুনসহ জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন আল আমিন-মিথুনরা। বাংলাদেশ ক্রিকেটের এই স্বর্ণ যুগে দলে না থাকার কি যে বেদনা তা হয়তো এদের চেয়ে আর কেউ ভালো বোঝে না। তাইতো এ নিরন্তর প্রচেষ্টা।
বিসিবিও তাই এসব ক্রিকেটারদের নিয়ে আলাদা ক্যাম্প পরিচালনা করছে। যার উদ্দেশ্য জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করা। তবে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের এখন মূল লক্ষ্য, আগে ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করা।
এদিকে পনি ক্যাম্পে যারা আছেন, এরা সবাই জাতীয় দলে ফেরার বিবেচনায় আছে বলে জানালেন বিসিবি নির্বাচক। পাশাপাশি বিপিএলের মতো আসর থেকে কিছু স্পেশালিষ্ট ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এমআর