আবারো গ্রেফতার ছাত্রদল নেতা টিংকু দাশ


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১০ আগস্ট ২০১৫

এক মাসের মাথায় আবারো গ্রেফতার হলেন সাবেক ছাত্রদল নেতা টিংকু দাশ। সোমবার সকাল ১১ টায় জামিনে মুক্তির পর জেলগেট থেকে গ্রেফতার করে কোতয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

এ নিয়ে চতুর্থবারের মত টিংকু দাশকে কারাফটক থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ৭ জুলাই তাকে তৃতীয় দফায় গ্রেফতার করেছিল কোতয়ালি থানা পুলিশ।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনিরুল ইসলাম জানান, টিংকু দাশের বিরুদ্ধে সব মিলিয়ে পাঁচটি মামলা ছিল। সব মামলার জামিন আদেশ আসার পর তাকে মুক্তি দেয়া হয়েছে।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন টিংকু দাশকে আটকের বিষয় নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট কোনো মামলায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।  আপাতত আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।  তার পরিকল্পনার বিষয়ে জানতে চাচ্ছি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানা পুলিশ নগরীর ফরেস্ট গেইটের সামনে থেকে টিংকুকে গ্রেফতার করেছিল।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।