লালদিঘী নয়, নাসিমন ভবনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ৩১ আগস্ট ২০১৮

আগামীকাল (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালদিঘী ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম নগর বিএনপি। তার পরিবর্তে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে তাদের সমাবেশ করার অনুমতি দিয়েছে নগর পুলিশ। সঙ্গে জুড়ে দেয়া হয়েছে শর্ত- কোনোভাবেই রাস্তায় জনসমাগম না করার।

গতকাল বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে সমাবেশের অনুমতির বিষয়টি জানানো হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে সমাবেশের অনুমতির কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।’

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালদিঘী ময়দানে সমাবেশে অনুমতি চেয়েছিল। কিন্তু সার্বিক পরিস্থিতে বিবেচনায় দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তবে কোনোভাবেই কার্যালয়ের বাইরে রাস্তায় আসা যাবে না।’

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।