ইভিএম কেনায় ইসির তাড়াহুড়া সন্দেহজনক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩০ আগস্ট ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য তাড়াহুড়া করে ইভিএম কেনা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্ট নেতারা।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট ও প্রাক্তণ রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ. স. ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, নির্বাচন কমিশন ইভিএম কেনায় তাড়াহুড়া শুরু করেছে, এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ভারতে বিরোধী দল ইভিএমে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র, হল্যান্ডসহ পৃথিবীর বহু দেশে ইভিএম বাতিল হয়েছে।

যুক্তফ্রন্ট নেতারা বলেন, ইভিএমের যান্ত্রিক দুর্বলতার সুযোগে ভোট নিয়ে আনায়াসে কারচুপি করা যায় বলেই বিভিন্ন দেশ এটা বাতিল করেছে। বিপুল পরিমাণ টাকা খরচ করে ইভিএম সংগ্রহ এবং নির্বাচনে তা ব্যবহার না করতে যুক্তফ্রন্টের তরফ থেকে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।