বিএনপি নেতা মিনুর জামিন ফের নামঞ্জুর
বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার রাজশাহীর অতিরিক্ত মহানগর হাকিমের আদালত নাশকতার তিন মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
বেলা সাড়ে ১১টার দিকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে শুনানি চলাকালে মিজানুর রহমান মিনু আদালতে উপস্থিত ছিলেন না। গত ১৩ জুলাই থেকে কারাবন্দি রয়েছেন মিনু। উচ্চ আদালতের নির্দেশে ওই দিন তিনি নাশকতার সাতটি মামলায় জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু একটি বাদে ছয়টি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মিজানুর রহমান মিনুর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আলী আশরাফ মাসুম। তিনি এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশের দায়ের করা নাশকতার চারটি মামলায় রাজশাহীর অতিরিক্ত মহানগর হাকিমের আদালতে মিজানুর রহমান মিনুর জামিন আবেদন করা হয়।
এর মধ্যে একটি মামলায় জামিন মঞ্জুর করেন বিচারক অনুপ কুমার। তবে বাকি তিনটি মামলায় তিনি জামিন আবেদন নামঞ্জুর করেন।
শাহরিয়ার অনতু/এমজেড/এমআরআই