প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় শোডাউন করতে চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০১৮

আগামী পহেলা সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ উপলক্ষে সোমবার নয়াপল্টনে দলটির প্রধান কার্যালয়ে বিএনপি নেতারা বৈঠক করেছেন।

বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। জানা গেছে, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতারা সমাবেশ করতে চায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে সুযোগ না হলে বিকল্প নিয়েও তারা চিন্তা করছেন।

আলোচনা সভা, র‌্যালির বিষয়ে নেতারা বৈঠকে মতামত দিয়েছেন। এছাড়া এদিনে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশের কথাও বৈঠকে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, ‘দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বৈঠক হয়েছে। আমরা বড় ধরনের শো-ডাউন করতে চাই। নেতারা বিভিন্ন মতামত দিয়েছেন। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

কেএইচ/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।