রাজধানীতে দুই ভুয়া ডাক্তারের কারাদণ্ড
রাজধানীর যাত্রাবাড়িতে পৃথক ২টি হাসপাতালে অভিযান চালিয়ে দু’জন ভুয়া ডাক্তার আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও হাসপাতাল দু`টি সীলগালা করে দেয়।
ভুয়া ডাক্তার দু’জন হলেন সিরাজগঞ্জের মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) ও গোপালগঞ্জের মোঃ বরকতউল্লাহ (৪২)। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রাবাডি থানাধীন পাড় গেন্ডারিয়া এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
হাসপাতাল দুটি হলো “লায়ন্স এলাহী চক্ষু হাসপাতাল এবং সেন্ট্রাল স্পেশালাইজড আই হাসপাতাল এন্ড রিমট ইনস্টিটিউট।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সারওয়ার আলম বলেন, র্যাব ১- এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দুজন ভুয়া ডাক্তারকে হাতে নাতে আটক করে। পরে লায়ন্স এলাহী চক্ষু হাসপাতাল ও সামিউল্লাহ প্লাজার ৪র্থ তলা শহীদ ফারুক রোড এলাকায় সেন্ট্রাল স্পেশালাইজড আই হাসপাতাল এন্ড রিমট ইনস্টিটিউটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভুয়া ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে তারা বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০০১ এর ২৮ ধারা লঙ্ঘন করেছেন। এ জন্য মোঃ জাহাঙ্গীর হোসেনকে (৩২) ১৮ মাস ও মোঃ বরকতউল্লাহকে (৪২) ২ বছর কারাদণ্ড দেয়া হয়।
জেইউ/এআরএস/এমএস