খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৪ আগস্ট ২০১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার স্বজনরা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান। সাক্ষৎ শেষে প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় তারা কারাগার থেকে বের হন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সাত্তার সাক্ষতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় বোন সেলিমা রহমান ও ভাগ্নে ডা. মামুন আহমেদসহ পাঁচজন কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন তিনি।

কেএইচ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।