চলছে যোগাযোগ বিচ্ছিন্ন সড়কের সংস্কার কাজ
প্রবল বর্ষণে বান্দরবান শহর থেকে রুমা ও থানচি যাওয়ার সড়কের ভেঙে যাওয়া ৩০০ মিটার অংশের সংস্কারের কাজ চলছে। মাটি ভরাট করার পর শনিবার সকাল থেকে সড়কের ওই অংশে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের কারণে গত ২৬ জুলাই রাতে রুমা-থানচি সড়কের নয় মাইল নামক স্থানে ৩০০ মিটার অংশ ধসে পড়ে। তখন থেকে রুমা ও থানচির সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আরো জানা যায়, ৩০০ মিটার অংশে মাটি ভরাট করা হয়েছে । সিএনজি, চাঁদেরগাড়ির মত যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে ।
সড়কটির সংস্কার কাজে নিয়োজিত সেনাবাহিনীর প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) মেজর সাদেক মাহমুদ জানান, সড়কটি ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে ।
থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না অনেকে।
সৈকত দাশ/এসএস/এমএস