এসএ গেমসের প্রস্তুতি নিয়ে শংঙ্কায় বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৮ আগস্ট ২০১৫

নানা জল্পনা কল্পনার পর অবশেষে আগামি বছরের জানুয়ারিতে শিলংয়ে বসতে যাচ্ছে এসএ গেমসের আসর। কিন্তু নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে গেমস শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে শংশয়। অয়োজকদের পক্ষ থেকে গেমসের ইভেন্ট সম্পর্কে নিশ্চত করে কোনো দেশকে কিছু জানো হয়নি। এতে করে ইভেন্টের প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা।

ডিসিপ্লিন চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশও ঠিকমতো প্রস্তুতি শুরু করতে পারছে না। যেসব ইভেন্ট থাকতে পারে তা ধারণা করে বাংলাদেশ প্রস্তুতির কাজ শুরু করেছে। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ ১৮টি স্বর্ণ জয় করেছিল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা বলেন, শিলং গেমসেও বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। কিন্তু প্রস্তুতি ঠিকমতো না হলে তা কি সম্ভব? তা ছাড়া প্রস্তুতির জন্য পর্যাপ্ত ফান্ডও নেই। কিছুদিন আগে প্রস্তুতি ও গেমসে অংশ নিতে ২৭ কোটি ১৮ লাখ টাকার অনুদান চাওয়া হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের কাছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।