নৌমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ৩০ জুলাই ২০১৮

ঢাকায় বাস চাপায় কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী নিহতের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ তারা নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খানের পদত্যাগ দাবি করেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়িত্বহীন বক্তব্য দেয়ার জন্য নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করছি। বাস চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ ছাড়া গণপরিবহনে নৈরাজ্য বন্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ গণপরিবহন ব্যবস্থা চালুসহ খাগড়াছড়ি দীঘিনালায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টাস্তমূলক শাস্তিরও দাবি করেন তারা।

সংগঠনের নগর শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন সাংগাঠনিক সম্পাদক ছায়েদুল হক নিশান,দফতর সম্পাদক অরুপ দাস শ্যাম, অর্থ সম্পাদক তৌফিকা লিজা ও প্রচার প্রকাশনা সম্পাদক রাসেল সরদার প্রমুখ।

এমএইচএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।