বিলুপ্ত ছিটমহলে ঋণসহায়তা দিতে তথ্য যাচাই শুরু


প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৭ আগস্ট ২০১৫
ফাইল ছবি

সদ্য বিলুপ্ত হওয়া ১১১টি ছিটমহলের মানুষকে ঋণ সহায়তা দিতে তথ্য যাচাই এর কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার দুপুরে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে ঋণ বিতরণের তথ্য যাচাইয়ের ফরম বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম।  এসময় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার উপ-মহাব্যবস্থাপক মোফাজ্জল হোসাইন, রফিকুল ইসলাম ও শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে ঋণ বিতরণ সংক্রান্ত ছিটবাসীদের সাথে এক মতবিনিময় সভায় মহাব্যবস্থাপক খুরশীদ আলম জানান, ছিটবাসীদের ঋণ গ্রহণে জাতীয় পরিচয় পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও ক্রাস প্রোগ্রাম ও বিশেষ প্রোগ্রামের আওতায় তফসিলভূক্ত বিভিন্ন ব্যাংক থেকে দ্রুত ঋণ প্রদানের সুপারিশ করা হবে।  সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে ঋণ বিতরণে প্রাথমিক পর্যায়ে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের গুরুত্ব দেয়া হবে।  কেন্দ্রীয় ব্যাংকে আলাদা ঋণ কার্যক্রম প্রস্তাব পাঠানো হবে।  পেশা অনুযায়ী ঋণের ব্যবস্থা করা হবে।  ঋণ সহায়তা পেতে ছিটবাসীদের নিকটবর্তী বিভিন্ন তফসিলি ব্যাংকে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেয়া হয়েছে। তথ্য যাচাইয়ের পর আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারনী বৈঠকে ছিটবাসীদের জীবন-মান উন্নয়নে ঋণ সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

নাজমুল/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।