শেখ হাসিনার ২৭টি ডিগ্রি, খালেদার জিরো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ এএম, ৩০ জুলাই ২০১৮

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি সম্মাননা ডিগ্রি পেয়েছেন, বেগম খালেদা জিয়া একটিও পাননি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে সফল হয়েছেন। পৃথিবীর সবাই বলেন, গো বাংলাদেশ অ্যান্ড ফলো শেখ হাসিনা। বিশ্বের সবাই তার প্রশংসা করেন। তিনি ২৭টি ডিগ্রি পেয়েছেন। কিন্তু আন্ডার মেট্রিক বিএনপি নেত্রী খালেদা জিয়া একটিও পায়নি।

রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ মঞ্চ আয়োজিত ‘স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ ৭১-এ বাঙালির অবদান চির অম্লান এবং বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি সেই জামায়াতকে নিয়ে খালেদা জিয়া রাজনীতি করে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে খালেদা জিয়া জোট করে। দেশের মানুষ কোনদিন তা মানবে না। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ছাড়া বিকল্প কেউ নেই।

রেলপথ মন্ত্রী বলেন, সামনে নির্বাচন, কোনো ব্যক্তির প্রয়োজনে নয়, দেশের ১৬ কোটি মানুষের প্রয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া অত্যন্ত প্রয়োজন। এজন্য যে, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, শুধু রেল নয়, কৃষি, শিক্ষা, বিদ্যুৎ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পৃথিবীর মানুষের আজকে বাংলাদেশের প্রতি সুনজর।
জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একমাত্র অবদান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার।

সংগঠনের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সখিনা সিদ্দিক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস-প্রেসিডেন্ট ড. এম এম সিদ্দিক, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান এস এম আমীর আলী প্রমুখ।

এইউএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।