হেফাজতের আমির মুফতি ইজহারুল গ্রেফতার


প্রকাশিত: ১০:৩২ এএম, ০৭ আগস্ট ২০১৫

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ইসলামী এক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) দেবদাস ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মুফতি ইজহারুল নিজের মাদ্রাসায় জুমার নামাজে ইমামতি করেন। নামাজ শেষে বের হওয়ার পরই গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবরে মুফতি ইজহারুলের পরিচালনাধীন চট্টগ্রামের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে মারা যায় তিনজন। আহত হয় আরো দুজন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।