সংখ্যালঘুদের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৭ আগস্ট ২০১৫

সংখ্যালঘু সম্প্রদায়ের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকেই এর দায়-দায়িত্ব নিতে হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শিশু হত্যা হতে পারে, কিন্তু বিকৃত চিন্তায় শিশু হত্যা হবে কেন? এটি শঙ্কার বিষয়। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, এসব হত্যার সঙ্গে যে সংশ্লিষ্ট পুলিশ সদস্য সহযোগিতা করেছেন তারাও সমান অপরাধী। তাদেরও বিচার করতে হবে।

সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুণ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল খোকন প্রমুখ।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।