সংগ্রামের কোনো বিকল্প নেই : মাহবুবুর রহমান


প্রকাশিত: ০৯:২২ এএম, ০৭ আগস্ট ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের বাঁচতে হবে। কথা বলার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এই জন্য সংগ্রামের কোনো বিকল্প নেই।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরো বলেন, সংগ্রাম করেই বিশ্বের সব দেশ বড় হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমেই সংগ্রাম শেষ হয়ে যায়নি। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মাহবুবুর রহমান বলেন, দলের সব নেতাকর্মী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহারের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। জাতীয় প্রেসক্লাবে সবকটি গেটে তালা দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।