ছাত্রদলের ১০ কর্মী গ্রেফতার


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৭ আগস্ট ২০১৫

জাতীয় প্রেসক্লাবের প্রধান গেটের বাইরে থেকে ছাত্রদলের ১০ কর্মীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার সকালে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সভার বাইরে থেকে তাদের আটক করা হয়।

তবে বিভিন্ন থানায় তাদের নামে মামলা রয়েছে বলেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। আটককৃত কর্মীরা হচ্ছেন, হোসেন আলী, রঞ্জিত সরকার, রাজন, আলমাস, খোকন, মোর্শেদ, বিপ্লব ঘোষ, জসিম, ফিরোজ ও জুলহাস।

গত ২০ জুলাই পটুয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে সভাটির আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। তবে এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এমন খবরের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
 

এআর/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।