লতিফ সিদ্দিকীর দায় নিজেকেই বহন করতে হবে : মতিয়া চৌধুরী


প্রকাশিত: ১১:৫০ এএম, ০২ অক্টোবর ২০১৪

লতিফ সিদ্দিকী বিদেশে যে আপত্তিকর কথা বলেছেন এটার দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ বহন করবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া স্কুলে গরীব, দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লতিফ সিদ্দিকী বিদেশে যে আপত্তিকর কথা বলেছেন, এটা কোন সুস্থ মস্তিস্ক লোকের কথা নয়। এর দায়-দায়িত্ব শেখ হাসিনা ও আওয়ামী লীগ বহন করবে না।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা কিন্তু বিন্দু মাত্র দ্বিধা করেন নাই। এখন তিনি (লতিফ সিদ্দিকী) মন্ত্রী সভার সদস্য নন। প্রেসিডেন্ট হজে গেছেন। তিনি আসলে কথা বলে তার (লতিফ সিদ্দিকী) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি যে কথা বলেছেন, মুসলমানরা তো অবশ্যই ঘৃনা করবে, অন্যেরাও ঘৃনা করছে। বাজে কথা বললে কেউ তা সমর্থন করবে না।

কৃষিমন্ত্রী আরও বলেন, হজে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। আগামীতে আমরা প্রথম স্থান অধিকার করতে চাই। আপনারা জানেন ২০০১, ২০০৬ এবং ২০০৮ সাল পর্যন্ত বায়তুল মোকারম মসজিদের সম্প্রসারণ কাজ এবং বাংলাদেশে আরবী বিশ্বাবিদ্যালয় প্রতিষ্ঠার কাজ একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাষ্টার, ভারপ্রাপ্ত সম্পাদক শহীদউল্লাহ তালুকদার মুকুল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।