মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে ‘ঘেরাও’ : বিএনপির উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২২ জুলাই ২০১৮

বন্ধ হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সরকারদলীয় নেতাকর্মীরা কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে ‘ঘেরাও’ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জানান।

তিনি বলেন, ৫০০ ধারার মানহানি মামলায় জামিন নিতে মাহমুদুর রহমান কুষ্টিয়ার আদালতে যান। হাজির হওয়ার পর আদালত জামিনও মঞ্জুর করেন। কিন্তু ততক্ষণে আদালত এলাকায় জমায়েত হন সরকারদলীয় স্থানীয় কর্মী-সমর্থকরা। তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ জাগো নিউজকে বলেন, ‘এ ঘটনায় দলের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, বাকস্বাধীনতায় বিশ্বাস করে না বলেই মাহমুদুর রহমানের মতো একজন বরেণ্য সাংবাদিকের ওপর তারা নির্যাতন চালাচ্ছে।

কেএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।