অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো করবে বাংলাদেশ


প্রকাশিত: ১০:২২ এএম, ০৬ আগস্ট ২০১৫
ফাইল ছবি

টানা ৪ ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে টাইগারদের। আর সম্প্রতি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভাল করার প্রত্যয় জানালেন টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে ক্লার্কের দলের বিপক্ষে হোম সিরিজটা কঠিন হবে বলেও মন্তব্য করেন মুশফিক।।

অক্টোবরে আসন্ন হোম সিরিজে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা দল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করবে টাইগাররা। যারা বেশ ব্যাকফুটে ইংল্যান্ডের মাটিতে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে। কিন্তু, ধ্বংস স্তূপের মাঝ থেকে যে কোন মুহূর্তে ঘুরে দাঁড়াতে জানে অজিরা। তাই সতীর্থদের সর্তক বার্তা দিলেন মুশফিক।

এদিকে বিশ্বকাপের পরপরই পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা সিরিজ খেলে খুব ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি হিসেবে ২৩ আগস্ট কন্ডিশনিক ক্যাম্পের আগে বাকি দিনগুলো পরিবারের সাথে কাটানোর পরিকল্পনা মুশফিকের।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।