মঞ্চে বসা নিয়ে বিবাদ : মাথা ফাটলো ছাত্রদল নেতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২০ জুলাই ২০১৮

দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। শুক্রবার (২০ জুলাই) পৌনে ৩টায় এই সমাবেশ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়।

আনুষ্ঠানিকতার আগেই মঞ্চে বসা নিয়ে নেতাকর্মীদের ভেতর বিবাদ শুরু হয়। বিবাদের একপর্যায়ে আব্বাস আলী নামে এক ছাত্রদল নেতার মাথা ফেটে রক্ত বের হতে দেখা গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

সমাবেশে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খণ্ড খণ্ডভাবে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় সামনে। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কার্যালয়ের আশপাশে রাখা হয়েছে জলকামান। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। পথচারীদের নাইটিংগেল মোড় থেকে তল্লাশি করে যাতায়াত করতে দেয়া হচ্ছে।

কেএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।