ঢাকা ওয়াসার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ
ঢাকা ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ওয়াসার দুর্নীতি তদন্তে গঠিত সাব কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এ সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনে বুধবার বিকেলে অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে ঢাকা ওয়াসার প্রতিবেদন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পর্কিত ১ নং তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। কমিটি ঢাকা ওয়াসার ১৩ টি অভিযোগের মধ্যে ২টির সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আদায়ে গাফিলতি ও রিপোর্ট প্রদানে গরমিলের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে কমিটি।
বৈঠকে একজন গ্রাহকের বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইনের ক্ষেত্রে একটি হোল্ডিং নাম্বার রাখার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্-এর সভাপতিত্বে কমিটি সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, অ্যাডভোকেট মো. রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার বৈঠকে অংশ নেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচএস/এসএইচএস/আরআইপি