জামিন পেলেন শমসের মবিন চৌধুরী


প্রকাশিত: ০৮:১৬ এএম, ০২ অক্টোবর ২০১৪

গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীর জামিন দিয়েছে আদালত।

ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শমসের মবিন চৌধুরী তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে এই জামিন আবেদন করেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ জুন গুলশানে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শমসের মবিন চৌধুরী ছাড়াও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।