ভিয়েতনামে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৬


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৭ জুলাই ২০১৪

ভিয়েতনামে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জনের প্রাণহানি ও ৫ জন আহত হয়েছে। সোমবার ভোরে রাজধানী হ্যানয়ে প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, থাচ থাত এলাকায় রাশিয়া নির্মিত এমআই-১৭১ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি নগরীর পশ্চিমে অবস্থিত একটি গ্রামীণ এলাকা। পুলিশ ও দমকল কর্মীরা স্থানটিকে ঘিরে রেখেছে। স্থানীয় হাসপাতালের কাছে স্থানীয়রা জড়ো হয়েছে।

সেনাবাহিনীর উপ-কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভো ভ্যান তুয়ান বলেন, বিমানটিতে ২১ আরোহী ছিল এবং একটি প্যারাশ্যুট প্রশিক্ষণের সময় এটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই সামরিক বাহিনীর সদস্য।

তিনি আরও জানান, আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে যে কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আবহওয়ার ভাল ছিল এবং আমি বলতে পারি যে এটা নাশকতার ঘটনা নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।