আলোচনায় না বসলে আন্দোলন : মির্জা ফখরুল


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০২ অক্টোবর ২০১৪

সরকার যদি সমঝোতায় না আসে, আলোচনায় না বসে তাহলে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে জনিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, সরকার যদি সমঝোতায় না আসে, আলোচনায় না বসে তাহলে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বিএনপি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তবে এর কোনো টাইম ফ্রেম নেই।

তিনি বলেন, আমরা সংঘাত চাই না। শান্তি চাই। যদি সরকারই আমাদের সংঘাতের পথে ছেড়ে দেয় তাহলে জনগণই এর কঠোর জবাব দেবে।

সরকারের মন্ত্রীদের ‘অশালীন’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি তোফায়েল আহমেদ যে ধরনের বক্তব্য দিয়েছেন তা শালীনতা বহির্ভূত। আমরা তার কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করি না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আবদুল লতিফ সিদ্দিকী আঘাত দিয়েছেন। তাকে শুধু দল আর মন্ত্রিসভা থেকে বাদ দিলেই হবে না। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করেই যদি ক্ষমা করে দেওয়া হয়। তাহলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। আর জনগণের মধ্যে  এর বিস্ফোরণও ঘটবে।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব  হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ স্বেচ্ছাসেক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও যুবদলের সরাফত আলী সপু এবং মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।