ছাত্রদল নেতা ইসাহাককে আটকের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ এএম, ০৯ জুলাই ২০১৮

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে রাজধানীর বনানী এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে উঠিয়ে নেয়ার অভিযোগ করেছেন তার পরিবার।

ইসহাকের পরিবারের বরাত দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-বৃত্তি ও ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মো. মোশারেফ হোসেন মুশু জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

মুশু বলেন, রোববার রাত ১১টার দিকে বনানী এলাকায় একটা ঘরোয়া কর্মসূচি থেকে ইসহাক সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ২০-২৫জন সাদা পোশাকধারী তিনটি মাইক্রোবাস যোগে তাকে তুলে নেয় এবং উত্তরার দিকে রওনা করে।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল ইসহাক সরকারকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ফেসবুকে স্টাটাস দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কেএইচ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।