মহাজোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা-এরশাদ : বাবলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৭ জুলাই ২০১৮

জাতীয় পার্টি সরকারের অংশীদার হিসেবে সারাদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত করেছে। একইসঙ্গে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রা সমুন্নত রাখার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির এককভাবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের আগ মুহূর্তে আবারও আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

শনিবার সকালে শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডের শাহাদাত হোসেন রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাজসেবক হাজি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন- ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মাসুদ, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, শেখ মাসুক রহমান, রফিকুল ইসলাম ফালান, ইসহাক সর্দার ও মো. মিন্টু।

এর আগে সৈয়দ আবু হোসেন বাবলা, ৫১ ও ৫২ নং ওয়ার্ডে লাঙ্গল মার্কার পক্ষে গণসংযোগ করেন। উপস্থিত ছিলেন শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসনার আহমেদ, কদমতলি থানার সভাপতি শামসুজ্জামান কাজলসহ স্থানীয় জাতীয় পার্টির নেতারা।

গণসংযোগের সময় বাবলা একাধিক পথসভায় শ্যামপুর কদমতলির উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

এমইউএইচ/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।