যশোরে ৪৪ বছর পর হত্যা মামলা
মুক্তিযুদ্ধ চলাকালে যশোরের কেশবপুরের শ্রীরামপুরে শেখ জুলমত আলীকে হত্যার অভিযোগে ৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। নিহত মুক্তিযোদ্ধা জুলমত আলীর ছেলে আব্দুল করিম মঙ্গলবার এ মামলা করেন।
আসামিরা হলেন, শ্রীরামপুর গ্রামের মৃত মিরাজ গাজীর ছেলে আমিন উদ্দিন মাস্টার, মৃত চাঁদ আলীর ছেলে আজাহার আলী, একই গ্রামের আকের আলী, ভাল্লুকঘর মৃত ইউনুচ মোল্যার ছেলে আকরাম মোল্যা ও চালিতা বাড়িয়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে কাসেম আলী।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ফাহমিদা জাহাঙ্গীর অভিযোগটি গ্রহণ করে কেশবপুর থানা পুলিশের ওসিকে আইনানুুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ মতে, মুক্তিযুদ্ধ চলাকলীন সময়ে আমিন উদ্দিন মাস্টার কেশবপুর থানার কমান্ডার ছিলেন। অপর আসামিরা ছিল তার সহযোগী। জুলমত আলী মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়। তারা এলাকায় প্রচার করে জুলমত আলী মুক্তিযোদ্ধাদের নিয়ে কেশবপুর রাজাকার ক্যাম্পে হামলা করবে। এ খবরে ১৯৭১ সালের ৮ মে রাজাকার আমিন উদ্দিন মাস্টারের নেতৃত্বে জুলমত আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর সেখানে ৪ দিন আটকে রেখে জুলমত আলীকে অমানুসিক নির্যাতন করেন তারা। এক পর্যায়ে ১২ মে আমিন উদ্দিনের নেতৃত্বে জুলমত আলীকে তার বাড়ির সামনে এনে বেদম মারপিটের পর গুলি করে হত্যা করে মাটিচাপা দেয়া হয়।
মামলার বাদী আব্দুল করিম বড় হয়ে বিষয়টি জানতে পারেন। দীর্ঘদিন পর পরিবেশ অনুকূলে আসায় তিনি এ মামলা করেন বলে মামলায় উল্লেখ করেছেন।
মিলন রহমান/এমএএস/এমআরআই