হাইকোর্টের দুই বিচারপতির শপথ বুধবার


প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৪ আগস্ট ২০১৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া দুই বিচারপতির শপথ পাঠ বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

স্থায়ী দুই বিচারপতিরা হলেন- মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। গত ৩ আগস্ট সোমবার আইন মন্ত্রণালয় থেকে দুই বিচারপতির স্থায়ী নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতিকে একই বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ করেছেন।

এর আগে ২০১৩ সালের ৩১ জুলাই ওই দু’জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো আইন মন্ত্রণালয়।

এফএইচ/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।