পাহাড় ধস আতঙ্কে কাউখালীবাসী


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৪ আগস্ট ২০১৫
মঙ্গলবার রাঙামাটি জেলার কাউখালীতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে অব্যাহত পাহাড় ধসে চরম আতঙ্কে ভুগছেন ঝুঁকিপূর্ণ লোকজন। সাম্প্রতিক বর্ষণে ওই উপজেলার মহাজনপাড়া, বেতবুনিয়া বাজার, কালিছড়িপাড়া ও খাসখালী ঘোনায় ব্যাপক পাহাড় ধস হয়। এতে ব্যাপক জানমালের ক্ষতি সাধিত হয়েছে।

শনিবার উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের কালিছড়িতে পাহাড় ধসে সামুচিং মারমা নামে এক ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া পাহাড় ধসের আরেক পৃথক ঘটনায় একই উপজেলার খাশখালীতে শামীমা আক্তার নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ওই সকল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার।

বেতবুনিয়ার কালিছড়িতে পাহাড় ধসে নিহত সামুচিং মারমার পরিবারকে আর্থিক সহায়তা দেন দীপংকর তালুকদার। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়ে দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করে। তিনি পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।  

এ সময় কাউখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. শামসুদ্দোহা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা, আইন বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউপি মেম্বার মো. সেলিম, খই সা পাই মারমা, মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।