দিল্লিতে সংবাদ সম্মেলন করবেন খালেদার আইনজীবী লর্ড কারলাইল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৩ জুলাই ২০১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন করবেন তার পক্ষে নিযুক্ত ব্রিটিশ আইনজীবী লর্ড অ্যালেক্স কারলাইল।

আগামী ১৩ জুলাই দুপুরে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কেন ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ’ তা ব্যাখ্যা করতেই তিনি দিল্লিতে আসছেন বলে জানিয়েছেন লর্ড কারলাইল।

তিনি বলেন, ‘আমি বেগম জিয়ার কৌঁসুলিদের টিমের একজন। আর এই সম্মেলনটি আমি ঢাকাতেই করতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ সরকার আমাকে ভিসা দেয়া না-দেয়ার প্রশ্নে ইচ্ছাকৃতভাবে আগে থেকেই বাধা সৃষ্টি করছে। তারা এখনও আমার ভিসা প্রত্যাখ্যান করেনি ঠিকই, কিন্তু আমার হাতে বাংলাদেশের ভিসা নেই। ফলে আমি ঢাকায় এই অনুষ্ঠানটি করতে পারছি না, তাই দিল্লিতেই সেটি করার সিদ্ধান্ত নিয়েছি।’

ব্রিটেনে হাউস অব লর্ডসের প্রবীণ এই সদস্য আরও বলেন, ‘আমি স্পষ্ট করে দিতে চাই, কোনো রাজনৈতিক প্রচারণায় সামিল হতে আমি দিল্লি যাচ্ছি না। একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমাকে এই মামলায় নিয়োজিত করা হয়েছে। সে কারণেই আমি এটা করছি। আর আমি বিশ্বাস করি, শুধু রাজনীতির কারণেই এই মামলাটি রুজু করা হয়েছে।’

তিনি দাবি করছেন, রাজনীতি ও আইনের জগতে এত দীর্ঘদিনের অভিজ্ঞতার সুবাদে তিনি নিশ্চিত যে খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ সাজানো।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পেশ করা সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আমি বুঝেছি যে সেগুলো আদৌ গ্রহণযোগ্য নয়। তা থেকে আদৌ প্রমাণ করা যায় না তিনি কোনো ধরনের জালিয়াতি করছেন। আর এ থেকেই বোঝা যায় এই মামলার পেছনে সম্পূর্ণ অন্য উদ্দেশ্য আছে। সেটাই আমি দিল্লিতে গণমাধ্যমের কাছে ব্যাখ্যা করব।’

ঢাকা থেকে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা এবং খালেদা জিয়ার অপর আইনজীবীরাও দিল্লিতে লর্ড কারলাইলের সংবাদ সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

সূত্র : বিবিসি বাংলা

এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।