অপহরণ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ আগস্ট ২০১৫

অপহরণে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম হওয়ায় উদ্বেগ জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা অপহরণ ও গুমের তদন্ত করছে না, তাই আমরা বাধ্য হয়ে রাষ্ট্রের সীমানার বাহিরে গিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে কোন চিঠি দেয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপহরণ ও গুমের তদন্ত করতে এখনো বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে কোন চিঠি দেয়া হয়নি। তবে বাংলাদেশ সরকারকে বলতে চাই জাতিসংঘের প্রতিনিধিদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দিন। তাদেরকে তদন্ত করতে সহযোগিতা করুন।

বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, চিকিৎসা ও স্বাস্থ্য একান্ত ব্যক্তিগত বিষয়। তাই খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন কিনা এ বিষয়ে তিনিই বলতে পারবেন।

গুম ও অপহরণ প্রসঙ্গে রিপন আরো বলেন, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে বিএনপি উদ্বিগ্ন। সরকারকেই বর্তমান পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা যায় সে পথ খুঁজতে হবে। আর এর জন্য তিনি বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আবারো নতুন নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে দেশের অবস্থা আরো খারাপ হতে পারে। জবাবদিহিতা ও দায়বদ্ধতা না থাকায় এ ধরনের অপকর্ম বেড়ে চলছে।

খুলনার শিশু রাকিবকে পায়ুপথে হাওয়া ডুকিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসাদুজ্জামান রিপন বলেন, এই ঘটনায় বিএনপি মর্মাহত। এ ঘ্টনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুল রহমান শামীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।