বিএনপির রাজনীতি এখন পথভ্রষ্ট : সুরঞ্জিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ এএম, ০৭ জুলাই ২০১৪

বিএনপির রাজনীতি এখন নীতিভ্রষ্ট, পথভ্রষ্ট ও হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন নীতিভ্রষ্ট, পথভ্রষ্ট ও হতাশাগ্রস্ত। তাই তারা অসংলগ্ন কথা বলে বেড়াচ্ছে। ইতিহাস, ঐতিহ্য জেনে তারপর আওয়ামী লীগের সম্পর্কে কথা বলবেন। জামায়াত ও হেফাজত বিএনপির সঙ্গ ত্যাগ করেছে। তাই আমি বলতে চাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে।

সুরঞ্জিত আরও বলেন, বিএনপির রাজনীতি পূর্বে ছিল ভারতবিরোধী, এখন তাদের রাজনীতি হচ্ছে ভারত তোষামোদী করা। এই রাজনৈতিক আচরণ বর্তমানে অচল হয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি যদি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসে তবে তাদের জনগণ গ্রহণ করবে। তা না করলে এই জনগণই তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শহীদুল ইসলাম চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।