নিয়োগ প্রক্রিয়া স্থগিত : দিশেহারা প্রার্থীরা


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৪ আগস্ট ২০১৫

নওগাঁয় বিধি মোতাবেক অঙ্গীভূত আনসার সদস্য নিয়োগের প্রক্রিয়া স্থগিত করায় দিশেহারা হয়ে পড়েছেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা। জেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই নওগাঁ ও জয়পুরহাট জেলার মোট ১শ জন প্রার্থীকে প্রাথমিকভাবে আনসার সদস্য নির্বাচন করা হয়। এর মধ্যে রয়েছে নওগাঁ জেলার ৭৮ জন এবং জয়পুরহাট জেলার ২২জন ।

প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের পোশাক বরাদ্দ করা হয় এবং গত দুই দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্ত হঠাৎ করেই গত রোববার বিকেলে প্রশিক্ষণরত আনসার সদস্যদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয় এবং ওই দিন সন্ধ্যার মধ্যেই সবাইকে ব্যারাক ছেড়ে চলে যাবার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে নির্বাচিত নওগাঁর জেলার মোজাহিদ হোসেন, সোহেল রানা, আব্দুল বারী এবং জয়পুরহাট জেলার রুবেল হোসেন রোববার সন্ধ্যায় ব্যারাক ত্যাগ করার সময় জাগো নিউজকে জানান, তারা অনেকেই অন্য চাকরি ছেড়ে এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন। কিন্তু হঠাৎ নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ায় এই চাকরি হবে কী না তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

প্রাথমিকভাবে নির্বাচিত আনসার সদস্য হিরক জাগো নিউজকে জানান, ঢাকায় একটি গার্মেন্টেসে কোয়ালিটি বিভাগে চাকরি করতাম। বিজ্ঞাপনে জানতে পেরে এখানে এসে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে দুই দিন প্রশিক্ষণ নিয়েছি। এছাড়া আনসারে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন চাকরিতে সুবিধা পাওয়া যায়। এখনতো আর গার্মেন্টস ফিরে যাওয়ার উপায় নেই।

এছাড়া মমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, বগুড়া সৌর বিদ্যুৎ অফিসে চাকরি করতাম। আনসার প্রশিক্ষণ নিয়ে ভাল কোনো চাকরি পাব এ আশায় এখানে এসেছি। কিন্তু স্থগিতের কথা শুনেই হতাশ হয়ে পড়লাম।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী কান্নাজড়িত কণ্ঠে জাগো নিউজকে জানান, এ চাকরির আশায় নিয়োগকর্তাদের বেশ কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এ নিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।

এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দীন জাগো নিউজকে বলেন, সরকারি নির্দেশ মোতাবেক নির্বাচন করা হয়েছিল। বাতিলও করা হয়েছে সরকারি নির্দেশ মোতাবেক। এখন আমাদের কিছু করার নেই। শুধু নওগাঁয় নয় একই সঙ্গে দেশের আরো ছয়টি জেলায় এই নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নওগাঁর জেলা কমান্ডার (আনসার ও ভিডিপি) দিল আফরোজ খন্দকার জাগো নিউজকে জানান, আনসার প্রশিক্ষণের পরিচালক সাইফুল মোহাম্মদ খালেদ স্বাক্ষরিত এক আদেশে সাময়িকভাবে এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে। আবার নির্দেশ এলে, এ প্রক্রিয়া শুরুও হতে পারে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।