শতাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৬ জুন ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় শতাধিক ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এ সময় নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে রিজভী বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে বারবার অভিযোগ করার পরও তারা কোনো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে না। তাদের অবস্থা ভাঙা হাড়ির মতোই। হাড়ি ভাঙলে যেমন জোড়া লাগে না। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও এর কোনো প্রতিকার পাওয়া যায় না।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'সরকারের অবস্থা হচ্ছে কয়লার মত। কয়লা ধুলে যেমন ময়লা যায় না। ঠিক এদের স্বভাবও কখনও বদলায় না। এরা মরলেও স্বভাব পরিবর্তন করবে না। ৭৫- এও এরা একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। এবারও একই কায়দায় বাকশালী শাসন কায়েম করেছে।'

রিজভী বলেন,'নির্বাচন শুরুর পর থেকে শতাধিক ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোৎসব চলছে। নজিরবিহীনভাবে বিএনপি এজেন্টদের গ্রেফতার করা হয়েছে।'

তিনি বলেন, 'পুলিশ আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের উপস্থিতিতে বিএনপির এজেন্ট বের করে দিয়ে সরকারি দলের প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে সীল মারছে। ভোটার উপস্থিত থাকলেও বলা হচ্ছে ভোট হয়ে গেছে।'

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।