লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি এরশাদের


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০১ অক্টোবর ২০১৪

ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর  ফাঁসি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার বিকেলে কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে আয়োজিত এক সভায় তিনি এ দাবি করেন।

তিনি বলেন, যে নবীকে অপমান করে সে মুরতাদ। সে মুসলমান থাকতে পারে না। আমরা তার মৃত্যুদণ্ড দাবি করছি। ফাঁসি দিয়ে তার বিচার করতে হবে।

তিনি আরও বলেন, লতিফ সিদ্দিকী ধর্মের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে সংবিধান লংঘন করেছেন । আমরা তাকে আর সংসদে দেখতে চাই না তার বিচার করতে হবে।

এসময় দলের ঢাকা মহানগর দক্ষিণের আহব্বায়ক সৈয়দ আবুল হোসেন বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু এমপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।