ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৫ জুন ২০১৮

ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।

বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। আগামীকাল মঙ্গলবার সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলবেন বলে জানা গেছে।

এইচএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।