তেল পরিমাপে প্রতারণা : পাম্পের এজিএম আটক


প্রকাশিত: ১১:১১ এএম, ০৩ আগস্ট ২০১৫

রাজধানীর পরিবাগের মেঘনা পেট্রোলিয়াম পাম্পে মাপে তেল কম দেয়ার অভিযোগে পাম্পের সহকারী ব্যবস্থাপক (এজিএম) মো. মাহবুবুন নূরকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশের শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইউনুস আলী জাগো নিউজকে জানান, মাপে তেল কম দেয়ার অভিযোগে দুপুর থেকে কয়েকজন ক্রেতা এখানে এসে বিক্ষোভ করেন। পাম্পটির তেল কম দেয়ার অভিযোগে তারা এটি বন্ধের দাবি জানান। পড়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে নূরকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে বিএসটিআই কর্তৃপক্ষের আসার কথা থাকলেও তা সর্বশেষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কেউ আসেননি। পাম্পটিতে তেল দেয়ার কার্যক্রম সাময়িক বন্ধ আছে বলে জানান এ এস আই ইউনুস।

এআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।