লতিফকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০১ অক্টোবর ২০১৪

তথ্য প্রযুক্তি আইনে ডাক, টেলিযোগাযোগ-তথ্য প্রযুক্তি মন্ত্রী  আবদুল লতিফ সিদ্দিকীকে ১৫ অক্টোবরের মধ্যে গ্রেফতার করা না হলে ২৬ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বলে জানিয়েছে সম্মিলিত ইসলামী দলসমুহ। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।

হজ ও তাবলিগ নিয়ে বিরূপ মন্তব্য করায় তারা এ হুমকি দেন। এদিকে হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও মামলা দায়েরের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ বুধবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন।

অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মোট ৭টি মামলা হয়েছে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। এছাড়া তার নিজ নির্বাচনি এলাকা টাঙ্গাইলে অবাঞ্চিত ঘোষণা ও কুশ পুত্তলিকা দাহ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।