নগর কমিটির সমস্যা সমাধানে ফখরুলের আশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৮ জুন ২০১৮

বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নব গঠিত উত্তর কমিটির অন্তত ৩০ নেতা অভিযোগ নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে তার উত্তরার বাসায় দেখা করলে তিনি এ আশ্বাস দেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেগুন জাগো নিউজকে বলেন, ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির অধিকাংশ থানায় কমিটি গঠনে অনিয়ম হয়েছে। আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল তাদের বাদ দিয়ে নিষ্ক্রিয়, রাজনীতি থেকে বিচ্ছিন্নদের দিয়ে কমিটি করা হয়েছে।

তিনি দাবি করেন, ব্যক্তিস্বার্থ বা সরকারের প্রেসক্রিপশনে কমিটি গঠনে এ ধরনের অনিয়ম হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের অভিযোগের বিষয়ে অবগত রয়েছেন উল্লেখ করে সেগুন আরও বলেন, ‘মহাসচিবের সঙ্গে দেখা করে আমরা অনিয়মের কথা জানিয়েছি। উনি আগে থেকেই বিষয়টি অবগত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, মহাসচিব লিখিত তালিকা চেয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩ জুন রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫ থানায় ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি এবং ৫৮ ওয়ার্ডে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি অনুমাদন দেয়া হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান কমিটিগুলোর অনুমোদন দেন।

কমিটি ঘোষণার পর নেতাদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

কেএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।