জনকণ্ঠের পক্ষ নেয়ায় আইনজীবীকে শোকজ
সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হয়েও দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও লেখকের পক্ষে আপিল বিভাগে অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ায় আইনজীবী এম শোয়েব খানকে শোকজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সেই সঙ্গে, আপিল বিভাগের জারি করা শোকজ নোটিশে তার আইনজীবীর সনদ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। আাগমী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজ নোটিশের জবাব দেয়ার জন্য আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ স্বপ্রনোদিত হয়ে এই আদেশ দেন।
এ আদেশের পর আইনজীবী শোয়েব খান জাগো নিউজকে বলেন, আমি সহকারী অ্যাটর্নি জেনারেল হয়ে জনকণ্ঠের অ্যাডভোকেট অন রেকর্ড কেন হয়েছি তা আদালত জানতে চেয়েছেন।
তিনি বলেন, আদালত আমাকে সাত দিনের মধ্যে জনকণ্ঠের পক্ষে (অ্যাডভোকেট অন রেকর্ড) প্রত্যাহার করে নেয়ার বলেছেন। আমি বলেছি আমিতো রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি না। সুপ্রিমকোর্ট তো সরকারের কোন অংশ না। আদালত জনকণ্ঠের বিরুদ্ধে রুল দিয়েছেন। আদালত তো রাষ্ট্রের কিছু না। এরপর আদালত অন্য কাউকে জনকণ্ঠের অ্যাডভোকেট অন রেকর্ড করতে বলেন।
এদিকে সকালে বিচার বিভাগ নিয়ে ‘কুৎসা রটনামূলক’কলাম প্রকাশের বিষয়ে ব্যাখ্যা দিতে তলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হন দৈনিক জনকণ্ঠের সম্পাদক-প্রকাশক ও নির্বাহী সম্পাদক। সোমবার সকালে তারা আপিল বিভাগে হাজির হন।
এসকেডি/এমএস