দশ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ এমপি বাবলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৩ জুন ২০১৮

নিজ নির্বাচনী এলাকার প্রায় দশ হাজার নারীর মাঝে ঈদুল ফিতরের উপহার স্বরূপ শাড়ি বিতরণ করেছেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

বুধবার সকালে জুরাইনের শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ও কদমতলিতে ১ নং বালুর মাঠে দুই দফায় তিনি এই শাড়ি বিতরণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ আমি এই মূল মন্ত্রে বিশ্বাসী। ঈদ আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ধনী-গরিব সবাই মিলে ঈদের আনন্দকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। জনপ্রতিনিধিদের পাশাপাশি যারা সমাজে বিত্তশালী আছেন, তাদের সবার উচিত সমাজের অনগ্রসর মানুষকে সহযোগিতার হাত বাড়ানো।

এ সময় উপস্থিত ছিলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির নেতা কাওসার আহমেদ ইব্রাহীম মোল্লা, সুজন দে, শেখ মাসুক রহমান, মোতালেব হোসেন, জহিরুল ইসলাম জহির, হানিফ সর্দার, মাইনুদ্দিন বাবু, মো. স্বাধীন প্রমুখ।

এমইউএইচ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।