লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুরে কথিত সন্ত্রাসী সোলেমান ও দিদার বাহিনীর মধ্যে গোলাগুলিতে মো. মিলন (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তবে মিলনকে স্থানীয় যুবলীগ নিজেদের কর্মী দাবি করলেও পুলিশ বলছে সে চিহ্নিত ডাকাত।
রোববার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামে দু’সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মিলন জালিয়াকান্দি গ্রামের মমিন উল্লার ছেলে এবং দিদার বাহিনীর সদস্য ছিলেন।
এদিকে চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা গোলজার মাহমুদ বলেন, মিলন যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কীভাবে তিনি মারা গেছে তা তিনি নিশ্চিত নয় বলে জানান।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, রাতে লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোলেমান বাহিনী সঙ্গে দিদার বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।
এসময় গুলিবিদ্ধ হয়ে দিদার বাহিনীর সদস্য চিহ্নিত ডাকাত মিলন নিহত হন। মিলনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ধর্ষণসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।
কাজল কায়েস/বিএ